Recent Notice
আনন্দময় কাটুক আপনার দূর্গোৎসব।প্রতিদিন (একটি সমাজসেবা মূলক সংস্থা) হিংগানগর,দেলদুয়ার,টাংগাইল এর পক্ষ থেকে আপনি ও আপনার পরিবার কে শারদীয় দূর্গা পূজোর শুভেচ্ছা।
Notice Board
সরকারী ছুটি মোতাবেক ২৬/১০/২০২০ ইং তারিথ বিজয় দশমির বন্ধ থাকবে এবং ২৭/১০/২০২০ তারিখ যথারিতী কার্যক্রম চলবে।করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত সাবান দিয়ে হাত ধুবেন, সুস্থ থাকুন।

PROTIDIN
Protidin
প্রাকৃতিক সম্পদ বিহীন অত্যন্ত ঘনবসতিপূর্ণ বাংলাদেশের অন্যতম সম্পদ হল মানব সম্পদ। এই মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজন যুগপোযোগী, কর্মমূখী প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তিভিত্তিক অভিজ্ঞতা অর্জন বাস্তবায়নের জন্য প্রয়োজন ঋন সুবিদা। আমাদের প্রতিষ্ঠানটি ২০১৪ ইং সাল খেকে আর্তমানবতার সেবার জন্য সমাজের নিম্ন শ্রেনী যারা প্রান্তিক থেটে থাওয়া কৃষক,শ্রমিক যারা ব্যাংক খেকে ঋন পায়না জামানত না থাকার কারনে আমরা তাদের মাঝে ক্ষুদ্র ঋনের ব্যাবস্থা করে তাদের ব্যবসা সহ জীবন মানের উন্নয়ান ঘটনাের প্রচেষ্টা অব্যাহত রাথছি এবং আমরা তাদের মধ্রে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠনের সহায়তা করি। আপনারা যারা আমাদের সদস্য এবং যারা আমাদের শুলাকাঙ্কি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের সন্তানদের সময়মত স্কুলে পাঠাবেন সকল প্রকার কুসংস্কার থেকে মুক্ত থাকবেন বাল্যবিবাহ যৌতুক আদান প্রদান থেকে বিরত থাকবেন। সাপ্তাহিক ক্ষুদ্র সঞ্চয়,মাসিক সঞ্চয় এর মাধ্যমে ভবিষ্যতের নিরাপত্তার জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। আমরা গবাদি পশু পালন,হাঁস মুরগী পালন,সবজি চাষ,মৎস্য চাষ,বাঁশ ও বেতের কাজ,কুমোরের কাজ,নির্যাতিতা ও অসহায় নারীদের সেলাই মেশিন ত্রয়,মুদির দোকান,এছাড়া আরও নানা আয় বর্ধক কর্মে বিনিয়োগের মাধ্যমে সাবলম্বী হওয়ার চেষ্টা করি। এছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সংক্রামক ব্যাধী covid 19 মোকাবেলায় আপনারা যার যার অনস্থান খেকে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছি। সর্বশেষে আপনাদের সুস্থতা কামনা করছি।
সরকারী ছুটি মোতাবেক ২৬/১০/২০২০ ইং তারিথ বিজয় দশমির বন্ধ থাকবে এবং ২৭/১০/২০২০ তারিখ যথারিতী কার্যক্রম চলবে।করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত সাবান দিয়ে হাত ধুবেন, সুস্থ থাকুন।
বিশ্বব্যাপি মহামারী আকার ধারন করা covid 19 মোকাবেলায় সরকারী সিদ্বান্ত মেনে চলুন। বিশ্বব্যাপী মহামারী আকার ধারন করা covid 19 মোকাবেলায় আপনারা বার বার সাবান পানি দিয়ে হাত ধুবেন। চোখ,নাক,মুখ স্পর্স করা থেকে বিরত থাকুন। মাস্ক পড়া ছাড়া ঘরের বাহির হবেন না। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন অথবা ৩৩৩ নাম্বারে কল দিন।
সরকারী ছুটি মোতাবেক ২৬/১০/২০২০ ইং তারিথ বিজয় দশমির বন্ধ থাকবে এবং ২৭/১০/২০২০ তারিখ যথারিতী কার্যক্রম চলবে।করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত সাবান দিয়ে হাত ধুবেন, সুস্থ থাকুন।